জেনেরেটর ও ওয়াটার পাম্প পরিচালনার নিয়মাবলী
জেনারেটর রুটিন চেকাপঃ
- ইঞ্জিন মবিল পরিমাপ মতো আছে কিনা চেক করুন
- ট্যাংকিতে ফুয়েল পরিমাপ মতো আছে কিনা চেক করুন
- তেলের চাবি অন আছে কি না চেক করুন।
- চোকলিবার অন আছে কি না চেক করুন।
- অটো স্টার্ট এর ক্ষেত্রে ইঞ্জিন চাবি ও সারকিট ব্রেকার অন আছে কিনা চেক করুন।
আশাকরি, এই নিয়ম মতো জেনারেটর পরিচালনা করলে আপনার জেনারেটর অনেক বছর ভালো থাকবে।
জেনারেটর ও ওয়াটার পাম্প ১০০ ঘন্টা অথবা তিন মাস পর পর সার্ভিসং করতে হবেঃ
- ইঞ্জিন মবিল চেঞ্জ করতে হবে
- ইয়ার ক্লিনার চেঞ্জ করতে হবে।
- স্পার্ক প্লাগ চেঞ্জ করতে হবে
ওয়াটার পাম্প রুটিন চেকাপঃ
- ইঞ্জিন মবিল পরিমাপ মতো আছে কিনা চেক করুন
- ট্যাংকিতে ফুয়েল পরিমাপ আছে কিন চেক করুন
- তেলের চাবী অন আছে কি না চেক করুন
- চোকলিবার অন আছে কি না চেক করুন।
- স্টার্ট এর পূর্বে ওয়াটার পাম্প এর ভিতরে পানি আছে কিনা চেক করুন।
আশাকরি, এই নিয়ম মতো ওয়াটার পাম্প পরিচালনা করলে আপনার ওয়াটার পাম্প অনেক বছর ভালো চলবে।